সৈয়দ মনির অাহমদ : প্রকাশ-১৬ অক্টোবর, রবিবার।

মা ইলিশ রক্ষার্থে সোনাগাজীর উপকুলীয় এলাকায় ভ্রাম্যমান অাদালতের বিশেষ অভিযান।
শুক্রবার বিকালে সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকর্তা বিদর্শী সম্ভৌধী চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে অারো ছিলেন উপজেলা মৎস্য অফিসার সৈয়দুল মোস্তফা।
এসময় সদর ইউনিয়নের চর খোন্দকার জেলে পাড়া থেকে প্রায় ৩লক্ষ টাকা মূল্যের ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়। ওইদিন বিকালে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দুল মোস্তফা জানান, মা ইলিশ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।
