Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে ভ্রাম্যমান অাদালতের অভিযান। ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ  প্রকাশ- ২৭ অক্টোবর ২০১৬।

received_213908039038575

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে ভ্রাম্যমান অাদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

 

এসময়  পঁচা ও বাসী খাবার এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে জিরোপয়েন্ট  ভুঞা হোটেল এন্ড রেস্তোরায় ৮শ টাকা,  অালম (বাহার) বেকারিতে ৩হাজার টাকা  জরিমানা করা হয়।  অপরদিকে অভিযান চলাকালে মালিক -শ্রমীক কাউকে না পেয়ে  হাসপাতাল সংলগ্ন জননী বেকারী মালামাল জব্দ করে ভ্রাম্যমান অাদালত। স্থানীয়রা জানান,  ভ্রাম্যমান অাদালতের খবর পেয়ে বেকারীর শ্রমীকরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *