নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ২৭ অক্টোবর ২০১৬।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে ভ্রাম্যমান অাদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
এসময় পঁচা ও বাসী খাবার এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে জিরোপয়েন্ট ভুঞা হোটেল এন্ড রেস্তোরায় ৮শ টাকা, অালম (বাহার) বেকারিতে ৩হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অভিযান চলাকালে মালিক -শ্রমীক কাউকে না পেয়ে হাসপাতাল সংলগ্ন জননী বেকারী মালামাল জব্দ করে ভ্রাম্যমান অাদালত। স্থানীয়রা জানান, ভ্রাম্যমান অাদালতের খবর পেয়ে বেকারীর শ্রমীকরা পালিয়ে যায়।
