
০২ অক্টোবর ১৬
সোনাগাজী প্রতিনিধি:-সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নে সিরাজ হাজারী নামের যুবলীগ কর্মীর হামলায় এক যুবক গুরতর আহত হয়েছে।আহত যুবক একই ইউনিয়নের ভুঞা বাজারস্থ পাটোয়ারী বাড়ীর মৃত আহচান উল্যাহর ছেলে গোলাম কিবরিয়া রনি সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি শনিবার রাতে ওই এলাার পোষ্ট মাষ্টার বাড়ীতে ঘটে।স্থানীয়রা জানায়,তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ কর্মী সিরাজ হাজারী তার দলবল নিয়ে ঘটনার সময় রনিকে অস্ত্র ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে।তার আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করায়।এলাকাবাসী আরও জানায় সিরাজ হাজারী গত ৫/৬ মাস পূর্বে উপজেলার মতিগঞ্জে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে বেপরোয়া আচরন শুরু করে।আহত রনির পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্চে বলে জানা গেছে।
