শরিয়ত উল্যাহ রিফাত: প্রকাশ- ২৪ অক্টোবর ১৬।
সোনাগাজীর দাসের হাট থেকে ৭ জুয়াড়ীকে জুয়ার অাসর থেকে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ।
মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় দাসের হাটে একটি জুয়ার অাসরে অভিযান চালিয়ে চর সাহাভিকারি গ্রামের নুর নবী ( ৩৮), মাহবুবুল হক (৩৬), সেলিম (৩২), শাহিন(৩৪), লিটন(৩১), পলাশ(৩৩) ও উত্তম(৩৪) নামের ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে এসআই রমজান অালীর নেতৃত্বে পুলিশের একটি দল।
সোমবার সকালে ৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ফেনী অাদালতের মাধ্যমে ধৃতদের কারাগারে প্রেরন করা হয়েছে।
