Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর চরছান্দিয়ায় অজ্ঞাত মৃতদেহের পরিচয় শনাক্তে ওসির সহযোগীতা কামনা

fb_img_1476627582337

১৬ অক্টোবর ১৬

আবুল হোসেন রিপন:-সোনাগাজীর চরছান্দিয়া গ্রামের পুরাতন সওদাগরহাট সংলগ্ন জয়তুনেরগো বাড়ীর আব্দুল হাইয়ের মালিকিয় ধানের ক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। ১৬ অক্টোবর বিকালে লাশের গন্ধ পেয়ে এলাকাবাসী ধানক্ষেতে উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহেরর সন্ধান পেয়ে সোনাগাজী মড়েল থানায় খবর দেয়।খবর পেয়ে মড়েল থানার এসআই আবুল খায়ের মৃতদেহটি উদ্ধার করে মড়েল থানায় নিয়ে যায়।মড়েল থানার ওসি হুমায়ুন কবির জানান, অবস্থা দেখে মনে হচ্চে কয়েকদিন পূর্বে হত্যা করে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ ঐ স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ার কারনে তার পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদেহের পরিচয় শনাক্তের জন্য সবার সহযোগীতা কামনা করেন।কেউ মৃতদেহ শনাক্ত করতে পারলে ০১৭১৩৩৭৩৭৭৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।fb_img_1476627582337 fb_img_1476627587708

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *