Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর চরছান্দিয়া গ্রামে অজ্ঞাত মৃতদেহ

received_345278142483323

১৬ অক্টোবর ১৬

আবুল হোসেন রিপন :সোনাগাজীর চরছান্দিয়া গ্রামের পুরাতন সওদাগরহাট সংলগ্ন জয়তুনেরগো বাড়ীর আব্দুল হাইয়ের মালিকিয় ধানের ক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে। ১৬ অক্টোবর বিকালে লাশের গন্ধ পেয়ে এলাকাবাসী ধানক্ষেতে উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহ শনাক্ত করে।লাশের অবস্থা দেখে মনে হচ্চে কয়েকদিন পূর্বে হত্যা করে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ ঐ স্থানে ফেলে রাখা হয়েছে।সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন,এলাকাবাসী বিষয়টি অবগত করেছে।লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান,গত কয়েকদিন থেকে ওই এলাকায় স্থানীয় জলদস্যরা বোমাবাজি করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *