Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর নব্য আতংক সিরাজ ডাকাত

 

img_20161009_173250

০৯ অক্টোবর ১৬

আবদুল্যাহ রিয়েল:-সোনাগাজীর উপকুলীয় ইউনিয়ন চরছান্দিয়ার নব্য আতংক হিসেবে অবির্ভুত হয়েছে সিরাজ ডাকাত।চরছান্দিয়ার ভুঞাবাজারস্থ পোষ্ট মাষ্টার বাড়ীর রহমত উল্যাহর ছেলে সিরাজ ডাকাত ওই এলাকার জনসাধারনের কাছে আতংকের নাম।ডাকাত সর্দার কাদেরের হাত ধরে সিরাজ অপরাধ জগতে প্রবেশ করলেও বর্তমানে তার বিরুদ্ধে একটি অস্ত্রধারী বাহিনীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।স্থানীয়দের মতে চরছান্দিয়ার নবনির্বাচিত আওয়ামী সমর্থক এক জনপ্রতিনিধি ও বিএনপির সোনাগাজী কেন্দ্রিক সন্ত্রাসীর পৃষ্টপোষকতায় সিরাজ বেপরোয়া হয়ে উঠেছে।নব্য ডাকাত সর্দার হিসেবে পুলিশের অপরাধীর তালিকায়  তার নাম না থাকায় সিরাজ পুলিশের ধরাচোয়ার বাইরে থেকে বীরদর্পে এলাকায় চষে বেড়াচ্চে।এলাকাবাসী জানায়,গত ১২ জুলাই সেনাগাজীর মতিগঞ্জ বাজারের ব্রীকফিল্ডের পাশে পুলিশ ডাকাতির প্রস্তুতি কালে আন্ত:জেলা ডাকাত বাহিনীর প্রধান কাদের সহ ১১ ডাকাত কে গ্রেফতার করে। পুলিশি রিমান্ডে কাদের ডাকাত তার সহযোগী হিসেবে সিরাজ ডাকাতের নাম প্রকাশ করে। এর সুত্র ধরে সোনাগাজী মডেল থানার পুলিশ সিরাজ ডাকাত কে অস্ত্রসহ তার বসতবাড়ী গ্রেফতার করে।সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়ে এলাকায় পুনরায় চুরি ,ডাকাতি ,চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে বলে জানান এলাকাবাসী।তারা জানান,০২ অক্টোবর সিরাজ ডাকাত তার দলবল নিয়ে ভুঞাবাজারস্থ মৃত আহচান উল্যাহর ছেলে গোলাম কিবরিয়া রনিকে চাঁদার দাবীতে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে।এ ঘটনায় তাকে আসামী করে মড়েল থানায় মামলা দায়ের করে আহত রনির পরিবার।এরপূর্বে সিরাজ ডাকাত  চাঁদার দাবীতে হিন্দু গ্রামের দিলিপের দোখানে হামলা চালিয়ে দিলিপ ও তার ছেলে কুমোদ কে পিটিয়ে আহত করে দোখানের মালামাল লুট করে।কলাবাগান এলাকার দুধ ব্যাপারি গোপালের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার সময় জনতার ধাওয়ার মুখে পালিয়ে যায়।নুরুল্যা  ডাক্তার বাড়ীর সাদ্দামের ছেলে বাবুল ও মজিয়াল মুন্সি বাড়ীর রেজাউল হকের ছেলে রুবেল কে চাঁদার দাবীতে কয়েক দফা মারধর করে।২০১৫ সালে চরদরবেশ ইউনিয়নের নুরানী বাজার এলাকায় সিরাজ ডাকাত বাহিনী ডাকাতি করতে গেলে গ্রামবাসীর সহযোগীতায় যুবলীগ নেতা আবুল কালাম তাদের ধাওয়া করে।একই বছরে ঈদগাঁও নামক স্থানে দেশে ফেরার দিন প্রবাসী রিপনের সর্বস্ব কেড়ে নেয় ডাকাত দল। ওই মামলার অভিযোগপত্র নামীয় এক আসামী জানান, ওই ডাকাতির সাথে সিরাজ ডাকাত জড়িত থাকলেও সাবেক এক জনপ্রতিনিধির সহযোগিতায় সে মামলার অভিযোগপত্র থেকে বাদ পড়ে যায়।স্থানীয়রা জানান,গোলাম কিবরিয়া রনির উপর হামলার পর সিরাজ ডাকাত এলাকা ছেড়ে লন্ডনি পাড়ায় আশ্রয় নিয়ে রনির পরিবারে ক মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।সিরাজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় সমাজসেবক ও উপজেলা আওযয়ামীলীগের দপ্তর সম্পাদক গাজী সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সিরাজ আওয়ামীলীগের একজন সক্রিয় সমর্থক।তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে এলাকায় এসে জেনে নিন।সোনাগাজী মড়েল থানার ওসি হুমায়ুন কবির জানান,সিরাজ ডাকাত কে গত কয়েকমাস পূর্বে ডাকাতি মামলায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিলো।সম্প্রতি এলাকাবাসীর মাধ্যমে তার অনেক অপরাধের তথ্য জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *