সৈয়দ মনির অাহমদ : প্রকাশ- ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার ১৭:০০।

সোনাগাজী পৌরসভাস্থ কাঁচা বাজার এলাকায় তিনটি ড্রেন নির্মানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মোড়ক উম্মোচনের মাধ্যমে ভিত্তি প্রস্থর স্থাপন করেন পৌর মেয়র ও উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নির্মান কাজে সহযোগীতা করার জন্য স্থানীয় ব্যাবসায়ী ও ভুমি মালিকদের প্রতি অনুরোধ জানান মেয়র।
জানা যায়, প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে কাঁচা বাজার, মাছ বাজার ও পান বাজার এলাকায় ১২২ মিটার ড্রেন নির্মান করা হচ্ছে।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ অাবদুল হালিম মামুন, পৌর অা’লীগ নেতা সুলতান অাহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, বনিক সমিতির সভাপতি নুর নবী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।
এসময় মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম ওমর ফারুক।
