Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

২১ অক্টোবর কাতারস্থ প্রবাসী সংগঠনের উপদেষ্টা সদস্য সাইফুদ্দিন মামুনের রোগ মুক্তি কামনায় দোয়ার মাহফিল

received_1774329792834804

 

১৫ অক্টোবর ১৬

কাতার সংবাদদাতা:-কাতারস্থ ব্যতিক্রম ক্রীডা ও সমাজ কল্যান সংঘ্যের -এর উপদেষ্টা মন্ডলির সদস্য  সাইফুদ্দিন মামুন শারিরীকভাবে অসুস্থ। তাহার আরোগ্য  কামনায় ব্যতিক্রম ক্রীডা ও সমাজ কল্যান -এর উদ্যোগে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে ।

আসছে ২১ ই অক্টোবর ২০১৬ ইং রোজ শুক্রবার, বাদ  জুমা , কাতারের রাজধানী দোহায় অবস্থিত মুনছুরা আলমিরা জামে মসজিদে উক্ত দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে ।

ব্যতিক্রম ক্রীডা ও সমাজ কল্যান সংঘ্যের এর সদস্য সহ সকল শুভাঙ্খীদেরকে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *