দাগনভুঞা প্রতিনিধি। প্রকাশ- ১১ নভেম্বর ১৬।
নোয়াখালী যাওয়ার পথে শুক্রবার (১১নভেম্বর) বিকালে দাগনভুঞায় সংক্ষিপ্ত পথ সভায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগে ত্যাগ ও ধৈর্য্যের মূল্য আছে । তিনি অারো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে অামরা পরিচিত। শীঘ্রই দল সুসংগঠিত করা নেয়া হবে। দলে কিছু অাগাছা জন্মেছে, দ্রুত পরিস্কার করা হবে। যারা দলে পদ পাননি তারা মন খারাপ করবেন না, লেগে থাকেন। লেগে থাকলে আপনার মূল্যয়ন হবে। আমি লেগে ছিলাম বলে নেত্রী আমাকে আওয়ামীলীগের মত দলে মূল্যায়ন করেছেন।
উক্ত পথসভায় অারো উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
