
০৯ নবেম্বর,১৬
নিজস্ব প্রতিবেদক:- আত্মসমর্পনের পর কারাগারে গেলেন সোনাগাজীর চরছান্দিয়ার ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নুর হোসেন।গত ৪ জুন ভুঞাবাজার তোফায়েল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুইটি মামলায় বুধবার ফেনীর চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করে নুর হোসেন।আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
