Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

এমন শীতের দিনে

 

প্রকাশ-০৮অক্টোবর,১৬

এমন শিতের দিনে

———আবদুল হামিদ বাবলু

 

তোমার আছে রঙিন প্রাসাদ

উম-কাপড়ের আরাম বা স্বাদ

কিন্তু গরিব পথের পাশে

থাকছে পলিথিনে

এমন শিতের দিনে।

 

খাচ্ছো তুমি পিঠা-পুলি

শুনছো মজার গল্প-ঝুলি

কী সুর হৃদয় বীণে!

কিন্তু ওরা ভাত যোগাতেই

বিঁধছে দুখের পিনে

এমন শিতের দিনে।

 

অভাব তোমার পায় না নাগাল

বারো মাসই তাজা পা-গাল

বাবা জাপান চীনে

কিন্তু ওরা আরো গরিব

হচ্ছে ঋণে ঋণে

এমন শিতের দিনে।

 

ওদের জন্য একটু ভাবো

হবে তোমার নিজের লাভ ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *