নিজস্ব প্রতিবেদকঃ ২৬ নভেম্বর১৬।
শুক্রবার রাত ১০ ঘটিকার সময় সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ বুকের ব্যাথা অনুভব করায় স্থানীয় সদর হাসপাতালে ই, সি, জি করে হার্ট ষ্ট্রোক করেন বলে জানা যায়।
সেখান থেকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তারের পরামর্শমত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ফেনী সদরে নিয়ে চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশন, মিরপুরে পাঠানো হয়। হার্টে ব্লক ধরা পড়ার কারনে রিং বসানোর জন্য ঢাকা রেফার করেন বলে জানান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশান এর কনস্যালটেন্ট ডা: মামুন।
রাতেই তাকে এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় জেলা পুলিশের তত্বাবধানে। বেগম হুমায়ুন, স্বামীর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।
