কামরুল হাসান :প্রকাশ- ২১ নভেম্বর১৬।
কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতি ইউনিয়নে এক ব্যবসায়ীকে পায়ে গুলি করে আহত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান,২১ নভেম্বর সোমবার মাগরিবের নামাজের একটু আগে চৌধুরী হাট বাজারে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ইলেকট্রিক ব্যবসায়ী নাহিদ (২৯), সে চরপার্বতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুন্সি বাড়ির আলমগীরের ছেলে। স্থানীয় সূত্রে জানায়, বাজারের জেনারেটর ব্যবসা নিয়ে দ্বন্ধের সূত্র পাত ধরে এই ঘটনা ঘটতে পারে। চরপার্বতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোতাহের হোসেন বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এই ঘটনায় হামলার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। গুলিতে আহত ব্যবসায়ী নাহিদ ফেনীর একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে। গুলিতে আহত ব্যবসায়ী নাহিদ,কিছু দিন আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত মারুফের আপন চাচাতো ভাই।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,চরপার্বতি ইউনিয়ন চেয়ারম্যান আমাকে ঘটনাটি সর্ম্পকে অবহিত করেছে,আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো ।
