
নিজস্ব প্রতিবেদক,১৯ নভেম্বর ১৬।।০৯:৪০২১
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফেনী জেলা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।মিছিলটি শহরের এসএসকে সড়কের সমবায় মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে ওই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম,সদর উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান মামুন,জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
