Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

চলে গেলেন ওলামাবাজার মাদ্রাসার আবুল কালাম হুজুর

 

বিশেষ প্রতিবেদক,২৭ নভেম্বর ১৬।।১১:৪৪:৩২

চলে গেলেন না ফেরার দেশে ওলামাবাজার মমাদোাসার মাও,আবুল কালাম সাহেব।তিনি সবার কাছে চর ছান্দিয়া হুজুর নামে পরিচিত।রবিবার সকালে ঢাকা বারডেম হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।(ইন্নালিল্লাহি——রাজিউন)।তার মৃত্যুতে এলাকা ও মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে।অদ্য বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *