Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

চেয়ারম্যান মিলন কে বৃদ্ধা নুরজাহানের স্ট্যাম্প ফেরত দেওয়ার নির্দেশ দিলেন নিজাম হাজারী

nurjahan

 

 

বিশেষ প্রতিবেদক,২৭ নভেম্বর ১৬।। ০৪:৪৩:৩২

ফেনীর সোনাগাজী উপজেলা রামচন্দ্রপুর গ্রামের মৃত রুহুল অামিনের স্ত্রী নুর জাহান বেগম এর পৈত্রিক সুত্রে পাওয়া ১৯৯ শতক ভুমি প্রতারনার মাধ্যমে চর ছান্দিয়া  চেয়ারম্যান মোশারফ হোসেন  মিলনের সহযোগীতায় অাকিলপুর গ্রামের নুর অালম গং ভুয়া দলিল করে অাত্নসাৎ করার চেষ্টা চালায়।

ভুমি উদ্ধারের জন্য শনিবার সকালে ফেনী সদরের সংসদ সদস্য ও জেলা অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাসভবনে যান নুর জাহান ও তার দুই প্রতিবন্ধি ছেলে। এসময় সাংসদ অহসায় পরিবারের কাছ থেকে বিস্তারিত শুনেন এবং প্রয়োজনীয় কাগজ দেখেন।

নুর জাহানের ছেলে নুর অালম মিন্টু জানান, বিস্তারিত শুনার পর সাংসদ তাৎক্ষনিক মিলন চেয়ারম্যানকে  তিন দিনের মধ্যে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। সমাধান না হলে, বা জমি ফিরে না পেলে তিন দিন পর অাবারো তার সাথে সাক্ষাতের কথা বলেন।

মিন্টুর বাদী হয়ে সোনাগাজী থানায় অভিযোগ দায়ের করেন। (যার নং-১০৪৪)

জানা যায়,  উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত রুহুল অামিনের স্ত্রী নুর জাহান বেগম এর পৈত্রিক সুত্রে পাওয়া ১৯৯ শতক ভুমি প্রতারনার মাধ্যমে চেয়ারম্যান মিলনের সহযোগীতায় অাকিলপুর গ্রামের নুর অালম গং  দলিল করে অাত্নসাৎ করার চেষ্টা চালায়।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসা করার উদ্যোগ নেয়া হয়েছিল।  সমাধান না হওয়ায় অসহায় পরিবারটি ফেনী পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন।  এতে ক্ষিপ্ত হয়ে নুর অালম গং ও মিলন চেয়ারম্যান ১৮ নভেম্বর১৬ তারিখে নুর জাহানের কাছ থেকে জোর পুর্বক ওই স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

মিন্টু বলেন,  অলিখিত সাদা স্বাক্ষরিত স্ট্যাম্প দ্বারা বিবাদী পক্ষ ভুমি অাত্নসাৎ সহ যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা নিতে শনিবার সকালে ফেনী সদরের সাংসদ নিজাম হাজারীর কাছে নালিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *