
০৯ নবেম্বর,১৬
নিজস্ব প্রতিবেদক:-সকল জল্পনা কল্পনা অবসান, জনমত জরিপ কে পিছনে পেলে মার্কিন নির্বাচনে জয়ী হলেন রিপাবলিকান প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।নির্বাচন চলাকালিন সময়ে বাংলাদেশের অধিকাংশ বিএনপি জামাত সমর্থক হিলারীকে সমর্থন করে।বিশেষ করে ড: ইউনুসের হিলারী সমর্থন, হিলারির নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারপারসন খালেদা ছবি ব্যাবহার কে কেন্দ্র করে বিএনপি শিবির আশায় বুক বাধে।কিন্তু ট্রাম্পের জয়ী হওয়ার মধ্য দিয়ে তাদের সে আশা হতাশায় পরিনত হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার সমর্থকেরা যখন উল্লাস প্রকাশ করছে তখন বিএনপি শিবির একাবারে চুপ।সরকার সমর্থকদের ধারনা ছিলো হিলারি জয়ী হলে মার্কিন সরকার হাসিনা সরকারের উপর চাপ প্রয়োগ করবে।এ ধারনা থেকে তারা হিলারীর বিরোধীতা করেছে।কিন্তু ট্রাম্প জয়ী হওয়ার পরপরই সরকার সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়ে উঠে উল্লাস প্রকাশ করছে।তারা ড: ইউনুস ও খালেদা জিয়া,তারেক রহমানে বিভিন্ন ব্যাঙ্গচিত্র প্রকাশ করে তাদের তুলোধুনো করছে।বিএনপি সমর্থকেরা লিখার মাধ্যমে তাদের হতাশা ফুটিয়ে তুলছে।
