দাগনভূঞা প্রতিনিধি ; প্রকাশ- ১৩ নভেম্বর১৬।
দাগনভূঞা উপজেলার দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন জামায়াত নেতা মোঃ হারুন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর কর্তৃপক্ষকে বাধ্য করে ওই জামায়াত নেতাকে সভাপতি মনোনীত করা হয়। এছাড়া সহ সভাপতি পদে রাসেল, বিদ্যুৎসাহী পদে শারমিন আক্তার, অভিভাবক সদস্য হালিমা ইসলাম, বিবি রহিমা খাতুন, নুরুল আমিন, হাই স্কুল প্রতিনিধি বাসুদেব মজুমদার, দাতা সদস্য জাহানারা বেগম, জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্য রমজান আলী, টিআর প্রতিনিধি মুর্শিদা খাতুন এবং পিটিএ সভাপতি পদে আবুল কাসেম ভূঞা মনোনীত হন। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক চামেলী ভৌমিক জানান, আমি অসহায় আমার কিছু করার নেই। স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কাসেম ভূঞা জানান, আমি দীর্ঘদিন যাবত স্কুলের সভাপতি দায়িত্ব পালন করেছি। অথচ জামায়াত নেতা হারুনকে স্কুলের সভাপতি মনোনীত করেছে একটি চক্র। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আবদুস ছাত্তার জানান, হারুন জামায়াত নেতা এটা সত্যি। তবে রাসেলকে কিভাবে স্কুলের সহ সভাপতি মনোনীত করা হয়েছে এটা তদন্ত করা উচিত। উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে। জামায়াত নেতা হারুনকে নিয়োগ দেওয়ায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।
