Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

নিজাম হাজারীর মামলার রায় ২২ নভেম্বর

 

 

নিজস্ব প্রতিবেদক>>প্রকাশ : নভেম্বর ১৪, ২০১৬ |

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট রায় ঘোষণার তারিখ আবারো পেছালো। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ ২২ নভেম্বর ধার্য করেন।

৩১ আগস্ট হাইকোর্ট নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্ত দিয়েছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন, তা জানিয়ে প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।

কারা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। এতে বলা হয়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিজাম হাজারীর রক্তদান সংক্রান্ত কোনো নথিপত্র খুঁজে না পাওয়ায় কারা কর্তৃপক্ষ এ বিষয়ে সন্ধানীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট বরাবর চিঠি দেয়। সন্ধানী কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত আর্থিক সচ্ছলতা, জনবল, অবকাঠামোগত সুবিধা না থাকায় রেকর্ডপত্র দীর্ঘ সময় সংরক্ষণ করা দুষ্কর। ২০০০ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চাওয়া রেকর্ড পুরোনো এবং তাদের কার্যালয় স্থানান্তরের সময় বিনষ্ট হয়েছে বলে চাওয়া তথ্য প্রদানে অপারগতা ও দুঃখ প্রকাশ করে সন্ধানী। সন্ধানী কর্তৃপক্ষ তাদের দেওয়া সনদ (রক্তদান) অস্বীকার করেনি।

এর আগে ৩ নভেম্বর শুনানি শেষে জেল কর্তৃপক্ষকে পুনরায় রিপোর্ট প্রদানের জন্য ১৪ নভেম্বর শুনানির দিন ধায্য করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *