Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

নিরবতা ভাংলেন লিফটন!

 

fb_img_1480171152647

 

নিজস্ব প্রতিবেদক,২৬ নভেম্বর ১৬।।০৯:০২:৩২

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিফটন অবশেষে নিরবতা ভাংলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।লিফটন কে যারা খুব কাছ থেকে দেখেছে তাদের কাছে নিরবতা ভাঙ্গা অবাক লাগতে পারে।কিন্তু এটাই সত্য যে লিফটন এতদিন অনেক কিছু হজম করেছিলেন।লিফটন এমন একজন নেতা যার সাথে তৃনমুল নেতা/কর্মীদের রয়েছে নিবিড় যোগাযোগ।সোনাগাজীর স্থানীয় রাজনীতিতে লিফটন কখনো সরাসরি কোন্দলে জড়ায়নি।তারপরও নেতাকর্মী নির্ভর লিফটন কে স্থানীয় কোন্দলে জড়ানোর আপ্রান চেষ্টা অব্যহত রয়েছে।অবশেষে ত্যাক্ত বিরক্ত হয়ে লিফটন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভের বহি:প্রকাশ ঘটালেন।

 

জহির উদ্দিন মাহমুদ লিফটনের ফেসবুক স্ট্যাটাসটা হুবুহু তুলে ধরা হলো

 

কেউ কি জানেন তাদের মনের খবর??????

ইদানীং আমার নিজ জেলা ফেনীর কিছু  কিছু রাজনৈতিক নেতার আচরণ দেখে হাসতে হয় খুব,কারণ তারা নেতার সাথে   কর্মী/ কর্মীর সাথে নেতার যোগাযোগ বিচ্ছিন্ন করতে নানাবিধ অপকৌশলের আশ্রয়  নিচ্ছেন। সর্বশেষ ডেকে নিয়ে হুমকি দিচ্ছে অমুকের সাথে তমুকের হাটা যাবেনা যোগাযোগ রাখা যাবেনা।কিন্তু তারা কি ভূলে গেলেন অমূক, তমূক প্রমূখের সান্নিধ্য আসতে পারার কারনেই তারা আজ অনেক কিছু হয়েছেন।

শুধু এ টুকুই বলবো যোগাযোগ কারা করেনা তাদের তালিকা করুণ।এই তালিকা খুব ছোট এবং সহজ।আর যোগাযোগ যারা করে তাদের তালিকা অনেক লম্বা। শুধু শুধু কাগজ শেষ আর কলমের কালি শেষ হবে কিন্তু আপনাদের তালিকা শেষ হবে না।কারন আপনারাতো শুধু তাদের উপর দেখেন, মনের খবরতো রাখেন না। ইট বালু আর পাথরের দেয়াল ভেংগে যাবে ভালোবাসা আর মনের মিল চিরকাল রবে।

জয়বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *