নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ১২ অক্টোবর ১৬, শনিবার ১৪:৩০।

সোনাগাজী -দাগনভুঞার সংযোগ স্থল, চর মজলিশপুর মিয়াজীঘাটে নির্মানাধিন সেতু পরিদর্শন করেছেন ফেনী-৩ অাসনের সংসদ সদস্য অালহাজ্ব রহিম উল্যাহ।
এসময় তিনি কাজের গুনগত মান বজায় রেখে নির্মান কাজ করার জন্য সংশ্লিস্টদের নির্দেশ দেন।
পরিদর্শন কালে অারো উপস্থিত ছিলেন, উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, উপজেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক চেয়ারম্যান, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম শিফন, চর দরবেশ ইউনিয়ন অা’লীগ নেতা অাবদুল্যাহ অাল মামুন, যুবলীগ নেতা অালাউদ্দিন অালো প্রমূখ।
