ফেনী সদর প্রতিনিধি। প্রকাশ- ১১ নভেম্বর ১৬।
চট্টগ্রামে সংবর্ধনায় যাওয়ার পথে শুক্রবার (১১নভেম্বর) বিকালে ফেনীর মহিপালে সংক্ষিপ্ত পথ সভায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামীলীগে ত্যাগ ও ধৈর্য্যের মূল্য আছে । তিনি অারো বলেন, যারা দলে পদ পাননি তারা মন খারাপ করবেন না, লেগে থাকেন। লেগে থাকলে আপনার মূল্যয়ন হবে। আমি লেগে ছিলাম বলে নেত্রী আমাকে আওয়ামীলীগের মত দলে মূল্যায়ন করেছেন। জেলা অা’লীগ অায়োজিত আগামী ৮ ডিসেম্বর ফেনী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সংবধর্না সভায় বক্তব্য দেবেন বলে আশা ব্যাক্ত করেন।
উক্ত পথসভায় অারো উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা মহিলালীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
