
নিজস্ব প্রতিবেদক,১২ নবেম্বর ১৬।।০৫:২০
ফেনী জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত ৫০ পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার রেজাউল হক পিপিএম।
শনিবার (১২ নভেম্বর) সকালে ফেনী পুলিশ লাইনে পদোন্নতিপ্রাপ্ত সবাইকে ব্যাজ পরিয়ে দেওয়া হয়।এরপূর্বে তাদের পদোন্নতি দেন পুলিশের মহা পরিদর্শক।
পুলিশ সূত্র জানায়, উপ-পরিদর্শক (এসআই) পদ থেকে পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন একজন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদ থেকে এসআই হিসেবে পদোন্নতি পেয়েছেন আটজন। এছাড়া কনস্টেবল থেকে এএসআই হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪১ জন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
