সোনাগাজীর আলো ডেস্কঃ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুল হক রিপন বলেন সন্ত্রাস মাদক ও বাল্যবিবাহ সমাজকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তাই ফাজিলপুরকে সারাদেশে মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়তে সমাজ থেকে সন্ত্রাস-মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে চাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা। মাদক সেবী ও সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নেই। জিরো টলারেন্স ভিত্তিতে সন্ত্রাসী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে। আপনার সন্তানকে সুশিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এ সমাজকে বাল্যবিবাহ মুক্ত করতে হবে। বাল্যবিবাহ দেশ ও সমাজের জন্য অভিসাপ। ফাজিলপুরকে সন্ত্রাস-মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করি। ১৯ নভেম্বর শনিবার সাউথ ইষ্ট ডিগ্রী কলেজে সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। বিশেষ অতিথি ছিলেন ফাজিলপুর ইউনিয়নের টেক অফিসার রুশো খীসা। এ সময় স্কুল-মাদ্রাসার প্রধানগণসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া চেয়ারম্যান মোঃ মজিবুল হক রিপন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর সামনে আয়োজিত সমাবেশে, আর.বি হাট আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়, ছনুয়া-ফাজিলপুর উচ্চ বিদ্যালয়, ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
