Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে চালু হয়েছে লাশবাহী ফ্রিজার গাড়ি

ফেনীতে এই প্রথম বারের ন্যায় চালু করা হয়েছে লাশবাহী

ফ্রিজার গাড়ি। সোমবার থেকে ফেনীর টাংক রোডের বেসরকারি ডায়াগনস্টিক

সেন্টার লাইফ কেয়ার এ লাশবাহী ফ্রিজার গাড়ি চালু করেছে।

জানা যায়,ফেনীতে দীর্ঘদিন ধরে লাশবাহী ফ্রিজার গাড়ি  না থাকায় জনসাধারণকে

ধরনা দিতে হয় ঢাকা কিংবা চট্রগ্রামে।এতে ভোগান্তির মধ্যে পড়তে হয়

সংশ্লিষ্টদের।এসব কিছু ছিন্তা করে জনসাধারনের উপকারের কথা মাথায় রেখে

বেসরকারি উদ্যোগে প্রিয় জনের লাশ সংরক্ষনের জন্য  এই প্রথম বারের ন্যায়

ফেনীতে লাশবাহী  ফ্রিজার গাড়ি চালু করার উদ্যোগ গ্রহন করে লাইফ কেয়ার

ডায়াগনস্টিক সেন্টার।এর আলোকে গতকাল সোমবার থেকে ডায়াগনস্টিক সেন্টারটি

লাশবাহী ফ্রিজার গাড়ি চালু করেছে বলে জানান লাইফ কেয়ার ডায়াগনস্টিক

সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক মিলন।এর সাফল্য কামনায় সকলের

সহযোগীতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *