প্রেস বিজ্ঞপ্তি ->>>> ১৭ নভেম্বর১৬।

ফেনীতে জাতীয় দৈনিক অামাদের কন্ঠ’র প্রতিনিধি সভা ও ফেনী কার্যালয় উদ্বোধন হয়। বৃহস্পতিবার বিকালে পৌরসভাস্থ কার্যালয়ে ফেনী প্রতিনিধি সৈয়দ মনির অাহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজ কল্যান পরিষদের সদস্য অ্যাড. জাহাঙ্গীর অালম নান্টু, উদ্বোধন করেন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন দাগনভুঞা প্রতিনিধি কাজী ইফতেখার, সদর প্রতিনিধি রিয়াদ হোসেন, ছাগলনাইয়া প্রতিনিধি অাবদুল্যাহ মজুমদার, সোনাগাজী প্রতিনিধি শরিয়ত উল্যাহ রিফাত, ফুলগাজী প্রতিনিধি তনু সরকার, সাপ্তাহিক স্বাস্থ্যকথা সোনাগাজী প্রতিনিধি জহিরুল হক সজিব, সাপ্তাহিক প্রতিক্রিয়া দাগনভুঞা প্রতিনিধি তোতা মিয়া প্রমূখ।
এসময় বক্তারা পত্রিকার নবম বর্ষে পদার্পণ, বিজ্ঞাপন, বর্তমান সামাজিক চিত্র, সমসাময়িক রাজনীতি নিয়ে সকলের করনীয় বিষয়ে অালোচনা করেন।
