নিজস্ব প্রতিবেদক: ১৩ নভেম্বর ১৬।।০৮:৩০:২১।
ফেনী সদরের চনুয়া ইউনিয়নে সুমনা আক্তার(১৩) নামের স্কুল ছাত্রীকে বিষপান করিয়ে হত্যা করেছে সৎ মা।
নিহত সুমনা ছনুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও উত্তর চনুয়া গ্রামের মুন্সি পুকুর পাড়ের লম্বা তারুর বাড়ীর ইউরোপের গ্রিস প্রবাসী নুর ইসলামের মেয়ে।
পুলিশ রবিবার রাত ৮ ঘটিকার সময় মৃতদেহ উদ্বার করে ফেনী মডেল থানায় নিয়ে যায়।এলাকাবাসী সুত্র জানায়, গত বছর নিহত ছাত্রীর মায়ের সাথে তার পিতার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তার পিতা নতুন করে বিয়ে করে প্রবাসে চলে যায়। সৎ মা প্রায় সুমনা কে নির্যাতন করতো বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের পিতা নুর ইসলাম টেলিফোনে জানান, শনিবার বিকালে মরিয়ম নতুন বাজার থেকে বিষ কিনেছে, রবিবার বিকালে মেয়েকে বাসার ছাদে নিয়ে নির্যাতন ও বিষপান করিয়ে হত্যা করেছে।
নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই সৎ মা বিবি মরিয়মকে গ্রেফতার করেছে।
