Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী জেলা ইমাম সমিতির সভাপতির ইন্তেকাল

 

 

received_1077044662404641

নিজস্ব প্রতিনিধি, ২৬ নভেম্বর ১৬।।১২:৪৫:৩৭

ফেনী জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি ও জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ সভাপতি  মাও.আবদুর রউপ ইন্তেকাল করেছেন |ইন্নালিল্লাহি ….রাজিউন |শুক্রবার রাতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন |মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে ও স্ত্রীসহ আদত্মীয় স্বজন রেখে গেছেন |আজ শনিবার বাদ আসর পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে নামাজের জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে |আবদুর রউপের মৃত্যুতে ফেনী জেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাও.এমএ মনসুর মোল্লা ও সাধারণ সম্পাদক মাও.এটিএম কায়কোবাদ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *