Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী জেলা পরিষদ নির্বাচন|| চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী অাকরামুজ্জামান

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ২১ নভেম্বর১৬।

ফেনী জেলা পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য প্রার্থী এডভোকেট আক্রামুজ্জামানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত :

 

এডভোকেট আকরামুজ্জামান ফেনী শহরের এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি ফেনী পাইলট হাই স্কুল থেকে ১৯৬৩ইং সালে এস.এস.সি ও ফেনী কলেজ থেকে ১৯৬৮ইং সালে বি.এ পাস এবং পরবর্তীতে এল.এল.বি পাশ করেন।তাহার পিতা নুরুজ্জামান এবং নানা আজিজ উল্লাহ্‌ ফেনীর নামকরা আইনজীবী ছিলেন।

তিনি ছাত্র জীবন থেকে সক্রিয়ভাবে ছাত্র আন্দোলন ও রাজনীতির সহিত যুক্ত হন।১৯৬৪ইং সালে আইয়ুব বিরোধী আন্দোলনে কারাবরন করেন। ১৯৬৬ইং,১৯৬৯ইংসালের ৬দফা ও১১দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে সমগ্র জিলায় ছাত্র জনতাকে সংগঠিত করেন।১৯৭০ইং সালের নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ভারতে গিয়ে টেনিং নিয়ে সাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।তিনি একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। ফেনী জিলার একজন প্রবীন ও প্রতিষ্ঠিত আইনজীবী হিসাবে সদা সুপরিচিত।তিনি ১৯৭৩ইং সালে ফেনী বারে আইন পেশায় যোগদানের পর হইতে তিনি আইন পেশার সাথে সাথে রাজনীতে সক্রিয় থাকেন।তিনি বারের একাধিকবার সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৯৬ইং সালের আওয়ামী লীগ সরকারের আমলে কিছুদিনের জন্য ফেনী জেলার পাবলিক প্রসিকিটরের দায়িত্র পালন করেন। ১৯৮০ইং সাল হইতে আওয়ামী লীগের রাজনীতির সহিত সক্রিয়ভাবে জড়িত থেকে ১৯৮৬ ইং সালে ফেনী-২আসনের জন্য দলীয় মনোনয়ন প্রার্থনা করিয়া ছিলেন।তিনি বিগত ৩০ বৎসর যাবৎ ফেনী জেলা আওয়ামীলীগের সহসভাপতি সরুপে সুদিনে ও দুর্দিনে সক্রিয়ভাবে সকল সংগ্রামে ও আন্দোলনে ভুমিকা পালন করেন। বর্তমানে ফেনী জেলা আওয়ালীগের ১নং সহসভাপতির দায়িত্ব পালন করিয়া আসিতেছেন।বিগত ২৫বংসর যাবত ফেনী জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতির দায়িত্ব পালন আসিতেছেন।আইন পেশা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেন। তিনি বর্ত্তমানে ফেনী ডায়েবেটিক সমিতি ও হাসপাতালের সভাপতির দায়িত্ত পালন করিতেছেন।প্রতিটি আন্দোলন- সংগ্রামে ও নির্বাচনে দলের পক্ষে সদাসর্বদা নি:সাথ্ভাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছেন।রাজনৈতিক দলীয় পরিমন্ডলে সকল প্রকার যোগ্যতা ও মেধা থাকা সত্তেও তিনি ইতিপূর্বে অনুষ্ঠিত উপজিলা চেয়ারম্যান, পৌর মেয়র বা এম.পি নির্বাচনে প্রার্থী হন নাই। একজন মেধা সম্পন্ন সর্বজন শ্রদ্ধেয় ও আওয়ামী রাজনীতির নিবেদিত একজন সিনিয়র প্রবীন রাজনৈতিক নেতা হিসাবে ফেনী জিলা পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সরুপে প্রতিদন্ধিতা করার সুযোগ্য দাবীদার হন বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *