নিজস্ব প্রতিবেদক,প্রকাশ : নভেম্বর ১৫, ২০১৬ | সময় : ০৫:৩০:৩২
ফেনী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন আনসারীকে (৩৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে শহরের মহিপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় হরতাল-অবরোধে গাড়ী ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলাসহ ডজন খানেক মামলার আসামী মাঈন উদ্দিন আনসারীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ মাঈন উদ্দিন আনসারী নামে এক যুবদল নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
