হারানো বিজ্ঞপ্তি – ২৭ নভেম্বর১৬। ২৩:১৫।
ফেনীর শাহিন একাডেমীর ২য় শ্রেনীর ছাত্রী তাসফিকা ইয়াসমিন সোহেল( ৮) নামের একটি শিশু নিখোঁজ রয়েছে। রবিবার সকালে স্কুল ছুটির পর সে অার বাসায় ফিরেনি। এঘটনায় ফেনী মডেল থানা একটি জিডি করা হয়েছে। যার নাম্বার ১৩৯২।মেয়েটির ঘায়ের রং কালো, হারিয়ে যাওয়ার সময় পরনে স্কুল ড্রেস ছিল।
যেকোন যোগাযোগ : অারিফ ট্রেডার্স, শাহিন একাডেমি রোড, শরিফ ম্যানশন।
অথবা – সোনাগাজী প্রেসক্লাব ০১৯১২-৭৭২৩৯১। ০১৯৪১-৬৬৫০০৪।
