ফেনী প্রতিনিধিঃ ৭ নভেম্বর ১৬। ফেনীতে বাল্য বিয়ে রুখে দিলেন ফেনী সদর ইউএনও। গোবিন্দপুর হাই স্কুলের জেএসসি পরীক্ষার্থী (১৪) সাথে দক্ষিণ ছনুয়ার মাইজবাড়িয়া গ্রামের প্রবাসী সহিদুল ইসলাম(৩৪) এর সাথে লালপুল কমিউনিটি সেন্টার বিয়ের আয়োজন চলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর ইউএনও পিকেএম এনামুল করিম সরেজমিনে লালপুল কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ের আয়োজন ভেঙে দেন। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে থেকে বর, বরের পিতা করিমুল্লাহ (৬০), খালু আবুল খায়ের(৭০) কে আটক করেন। বরপক্ষের তিনজনকে ১ মাস কারাদন্ড ও ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন। মেয়ের চাচাত বোন রেহানা ও বরের চাচাতো ভাই কে এ কাজে সহযোগিতার দায়ে ১ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
জানা যায়, গোবিন্দপুর হাই স্কুলের জেএসসি পরীক্ষার্থী (১৪)দুটি বিষয়ে পরিক্ষা দেয়ার পর তাকে আর পরীক্ষা দিতে দেয়া হয়নি।
