বিশেষ প্রতিনিধিঃ সোনাগাজীর বগাদানায় আজ বৃহস্পতিবার থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পে দুস্থ ও অসচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজীর বগাদানা ইউনিয়ন পরিষদের হলরুমে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক.খ.ম ইসহাক খোকন।
মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেবেন বিজয় চক্ষু হাসপাতালের পরিচালক। তাঁর অধীনে ৬ সদস্যের চিকিৎসা দল রোগীদের চিকিৎসা চক্ষুসেবা দেবে।
ক্যাম্পে এক হাজার রোগীর ছানি ও কর্নিয়া অস্ত্রোপচারসহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
