
০৭ নবেম্বর,১৬
সোহাগ হাই,বিশেষ প্রতিনিধি:- সোনাগাজী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন ঢাকা থেকে প্রকাশিত সমসাময়িক ব্যাতিক্রমধর্মী জনপ্রিয় ইংরেজী দৈনিক এশিয়ান এজের সোনাগাজী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন।পত্রিকাটির ব্যাবস্থাপনা সম্পাদক আলম সিকদার রবিবার সন্ধ্যায় তেজগাও অবস্থিত কর্পোরেট অফিসে তার হাতে পরিচয় ও নিয়োগপত্র তুলে দেন।

দৈনিক এশিয়ান এইজ ছাড়াও আবুল হোসেন রিপন দৈনিক সকালের খবর পত্রিকার সোনাগাজী প্রতিনিধি,ঢাকার অনলাইন এবি নিউজের ফেনী জেলা সংবাদদাতা,অনলাইন সোনাগাজীর আলো ডটকমের সম্পাদক,ফেনী থেকে প্রকাশিত দৈনিক আমাদের ফেনী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করে যেকোন তথ্য পাঠাতে ০১৮২৯৯১৩৭১৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
