সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ৫ অক্টোবর ১৬। শনিবার ২১:৩০।
রবিবার সকাল ৯টার মধ্যে বাংলাদেশের উপকুলে অাঘাত হানতে পারে ঘুর্নিঝড় “নাডা” এমনটি জানিয়েছেন সোনাগাজী রেড ক্রিসেন্ট কর্মকর্তা সুলতান অাহমেদ।
তিনি অারো জানান, বাংলাদেশের উপকুল থেকে মাত্র ৫শ কিমি দুরুত্বে নাডার বর্তমান অবস্থান।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, জেলা প্রশাসনের সহযোগীতায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপকুলীয় এলাকায় ৪নং সতর্কতা সংকেত দেখানো হয়েছে। রাত ১০টার পর সকল সাইক্লোন সেল্টার গুলো খুলে দেয়া হবে।
৫ থেকে উপরে সংকেত যাওয়ার পর সকল জেলেদের নিরাপদ অাশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
তবে স্থানীয়রা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি আর হালকা বাতাসে তারা অাতংকিত নয়। সকাল নাগাত পরিস্থিতি পরিবর্তন হলে উপকুলিয় এলাকার মানুষ নিরাপদ স্থানে অাশ্রয় নেবেন।
