
নিজস্ব প্রতিবেদক,১২ নবেম্বর ১৬।।১২:০৮
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সহিত B(1)-106 স্কোর পেয়ে ২য় এবং D(1) এ তয় এ B(7) এ ২৫ তম হওয়ার গৌরব অর্জন করেছে সোনাগাজীর কৃতি ছাত্র মাইন উদ্দিন রাকিব।তার এ কৃতিত্বে বৃহস্পতিবার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসায় এস.এস. সি ব্যাচের সহপাঠিরা তাকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত করে।এ সময় সহপাঠিদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ,কামরুল,রহিম,মহিন প্রমুখ।রাকিবের কৃতিত্বের জন্য তাকে অনলাইন পত্রিকা সোনাগাজীর আলোর সম্পাদক,দৈনিক সকালের খবর ও ইংরেজী দৈনিক এশিয়ান এজের সোনাগাজী প্রতিনিধি ও সোনাগাজী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

