Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সাংবা‌দিক মাহমুদুল হাসা‌নের মা‌য়ের দাপন সম্পন্ন

সোনাগাজী  প্রতিনিধি>>>>>

সোনাগাজী প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি,  দৈনিক সংগ্রাম এর সোনাগাজী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনী বার্তার স্টাপ রিপোর্টার  মাহমুদুল হাসা‌নের মা রমিজা খাতুন(৬৫)  বুধবার বিকাল ৫ টায়  উত্তর চর ছান্দিয়ায় নিজ বা‌ড়ীতে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন । (ইন্না‌নিল্লা‌হে ওয়া ইন্না ইলা‌হে রা‌জিউন) ।  রাত ৮ টায় জানাজা শেষে  চর ছান্দিয়া চৌধুরী পুকুর পাড় কেন্দ্রিয় কবরস্থানে তার দাপন সম্পন্ন হয়।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সোনাগাজী প্রেসক্লাব ও সোনাগাজীর অালো পরিবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *