Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সাবেক চেয়ারম্যান কালাম জামিনে মুক্ত

fb_img_1480013297914

নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ২৪ নভেম্বর১৬।।০৮:৫২:১৫

সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হুমায়ূন কবির মাসুদ ফেনী কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি লাভ করেছেন। প্রসঙ্গত; গত ৪জুন সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের দু’দিন পূর্বে ফেনী র‍্যাব ক্যাম্পে র‍্যাব সদস্যদের সাথে দেখা করতে গিয়ে তারা আটক হন। র‍্যাব বাদি হয়ে অস্ত্র ও টাকা উদ্ধারের দয়ের করা মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।প্রায় সাড়ে পাঁচ মাস করাভোগের পর তারা উচ্চাদলতের আদেশে জামিনে মুক্তি লাভ করেন। কারামু্ক্তির পর কারা ফটকে তাদেরকে বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *