Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে নিম্মমানের কাজ করায় আশ্রয় কেন্দ্রের নির্মান কাজ বন্ধ করে দিয়েছে সাংসদ রহিম উল্যাহ

 

received_1807840352816279

নিজস্ব প্রতিবেদক,২৬ নভেম্বর ১৬।।০৫:৩৫:৪৮

ফেনীর সোনাগাজীতে বিশ্ব ব্যাংকে অর্থায়নে নির্মানাধিন আশ্রয় কেন্দ্রের নির্মান কাজ নিম্মমানের হচ্চে এমন অভিযোগে  নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন সাংসদ রহিম উল্যাহ ।

এ সময় বিশ্ব ব্যাংক প্রতিনিধি সহ দু’জন কে লাঞ্চিত করার  অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার মতিগঞ্জের কাস্মির বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে ।

সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাঞ্চিতদের সাথে কথা বলেছেন।

received_1807839922816322

স্থানীয়রা জানায়,আশ্রয় কেন্দ্রের নির্মানকারী প্রতিষ্ঠান নিম্মমানের সামগ্রী দিয়ে নির্মান কাজ করছে এমন বিষয়টি স্থানীয় সাংসদ রহিম উল্যাহ কে জানালে তিনি শনিবার ঘটনাস্থলে গিয়ে নিম্মমানের নির্মান সামগ্রী ব্যাবহারের সত্যতা পান।এলাকাবাসীর উপস্থিতিতে তিনি তাৎক্ষনিক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।কিন্তু তারা সাংসদের নির্দেশের কর্নপাত না করলে কয়েকজন গ্রামবাসী নির্মানকারী প্রতিষ্ঠানের সুপার ভাইজার গোলাম রাব্বানি ও বিশ্ব ব্যাংকের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মহসিন কে লাঞ্চিত করে।

আশ্রয় কেন্দ্রর নির্মানকারী প্রতিষ্ঠান এসএসএআই জয়েন্ট বেঞ্চারের সত্বাধিকারী প্রকেীশলী দিপংকর বণিক অভিযোগ করেন , বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকেীশলী বিভাগের তত্ববাধনে আশ্রয় কেন্দ্রর নির্মান কাজের শুরুতে মাননীয় এমপি রহিম উল্যাাহহ উদ্বোধন করার জন্য চাপ দেয় । এতে সন্মত না হওয়ায় তিনি অদ্য দলবল নিয়ে এই হামলা চালায় ।

এতে বিশ্ব ব্যাংক প্রতিনিধি ও এই কাজে নিয়োজিত সুপার ভাইজার প্রকেীশলী সহ বেশ কয়েকজন আহত হয় । বর্তমানে তার হুমকী ধমকীতে আশ্রয় কেন্দ্রের নির্মান কাজ বন্ধ রয়েছে।

ফেনী-৩ আসনের সতন্ত্র সংসদ সদস্য হাজি রহিম উল্যাহ হামলার বিষয়ে অস্বীকার করে বলেন, নিম্মমানের নির্মান সমগ্রী দিয়ে  আশ্রয় কেন্দ্রটি নির্মান করার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়।এরপরও নিম্মমানের কাজ চালিয়ে যাওয়ায় শনিবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । 

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোনাগাজীতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় এই উপজেলায় ৭টি সাইক্লোন সেন্টার নিমাণ কাজ চলছে । প্রতিটি আশ্রয় কেন্দ্র নির্মানে নির্মানকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্মমানের কাজ করার অভিযোগ রয়েছে।

received_1807839716149676

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *