নিজস্ব প্রতিবেদকঃ প্রকাশ- ১৩ নভেম্বর ১৬। রবিবার ১১:০০।
সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী অালাউদ্দিন প্রকাশ বোমা আলাউদ্দিন কে অবৈধ অস্ত্র (এলজি) ও ১রাউন্ড গুলি সহ দাগনভুঞার একটি বাসা থেকে শনিবার রাতে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সে চর মজলিশপুর ইউনিয়নের গোপালগাঁও গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে দাগনভুঞা পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি এলজি ও ১ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
পুলিশ অারো জানায়, গত বুধবার সন্ধায় ছাত্রলীগ নেতা সোহাগকে চুরিকাঘাতে হত্যা চেষ্টার অন্যতম অাসামি অালাউদ্দিন। অস্ত্র অাইনে মামলা রুজু করে রবিবার বিকালে অাদালতে প্রেরন করা হবে।
