
স্টাফ রিপোর্টারঃ৩০ নভেম্বর ১৬।।০১:০৫:৩২
এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পরও বন্ধ হয়নি অবৈধ তৎপরতা। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সিদ্ধান্ত লংঘন করে সোনাগাজীর তাকিয়া বাজার ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের নিকট থেকে নেয়া হচ্ছে দ্বিগুণের চেয়েও অতিরিক্ত টাকা। বিদ্যালয়ে কোচিংয়ের নাম বদল করে বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের জন্য সর্বোচ্চ ফি হচ্ছে বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রছাত্রীদের ১৪৫৫ এবং অনিয়মিতদের ১৫৫৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষার নিয়মিতদের ১৩৫৫ এবং অনিয়মিতদের ১৪৫৫ টাকা। কিন্তু এসবের কোন কিছুই তোয়াক্কা করছেনা প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল বিভাগের পরীক্ষাথীদের কাছ থেকে ৫০০০ টাকা করে আদায় করা হচ্ছে। আর এ অর্থ আদায়ে কোন প্রকার মানি রিসিট দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারের নিধারিত ফ্রি নেওয়া হচ্ছে। সরকার নিধারিত ফি কত জানতে চাইলে তিন কোন উত্তর দেননি।
অতিরিক্ত অর্থ আদায় সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন জানান, বোর্ডের সাথে বিদ্যালয়ের সরাসরি যোগাযোগ। আমার নিকট কোন অভিযোগ নেই, পেলে ব্যবস্থা নিব।
নির্ধারিত ফি ১৩৫৫ টাকার স্থলে প্রায় পাচঁ হাজার টাকা আদায় করে আসছে। কিন্তু বিদ্যালয় থেকে দেয়া রসিদে ১৭০০ টাকা লেখা হয়। এ নিয়ে বিক্ষুব্ধ ছাত্ররা মঙ্গলবার বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান শিক্ষক বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করেছে। এ নিয়ে এলাকায় ছাত্র ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
