সৈয়দ মনির অাহমদ: প্রকাশ- ২২/১১/১৬।
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ বাজারের অাড়তদার, ব্যাবসায়ী হোসেন অাহম্মদকে অস্ত্র ঠেকিয়ে প্রায় দেড় লক্ষ টাকা চিনিয়ে নেয়া ৫৭হাজার টাকা সহ সোমবার রাতে ডাকাতদলের সদস্য সোনাপুর গ্রামের অাবদুল হকের ছেলে সাইফুল ইসলাম(২৫) গ্রেফতার করেছে পুলিশ । এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা সহ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকালে তাকে অাদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রিয়াজ উদ্দিন মুন্সি বাজার সড়কে এ ঘটনা ঘটে।
ব্যাবসায়ী হোসেন জানায়, ডাকাত দল টাকা চিনিয়ে নিয়ে মতিগঞ্জ বাজার যাওয়া হয়ে ফেনী যাচ্ছিলো। ওই সময় মতিগঞ্জ বাজার ব্যাবসায়ীরা সিএনজি অটোরিক্সা থামিয়ে সোহেল(২৭) নামের ১ ডাকাত সদস্যকে অাটক করলেও বাকিরা পালিয়ে যায়।
ধৃত সোহেল উপজেলার চর সোনাপুর গ্রামের ফকির অাহম্মদের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ডাকাত সদস্যকে অাটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। ওই সময় তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী সাইফুলকে অাসামি করা হয়।
