
আবুল হোসেন রিপন,১৩ নবেম্বর।।১১:৫৪
সোনাগাজীর মজলিশপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা সোহাগ খন্দকার কে চুরিকাঘাতে হত্যার চেষ্টাকারী সন্ত্রাসী আলা উদ্দিন কে অস্ত্রসহ গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।শনিবার রাতে তাকে দাগনভুঞা পৌরসভার একটি বাড়ী থেকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়,সন্ত্রাসী আলাউদ্দিন দাগনভুঞা পৌরসভায় অবস্থান করছে এমন গোপন সংবাদে ভিত্তিতে সোনাগাজী মডেল থানার পুলিশের একটি চৌকচ দল অভিযান চালায়।এসময় তাকে গ্রেফতার করার পর ঘর তল্লাসী করে একটি শর্ট বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।আলাউদ্দিন মজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁ গ্রামের চিহ্নত সন্ত্রাসী হিসেবে পরিচিত।সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান,সন্ত্রাসী আলাউদ্দিন কে দাগনভুঞা পৌর এলাকা থেকে গ্রেফতার করার কারনে সোনাগাজী মডেল থানা পুলিশ বাদী হয়ে দাগনভুঞা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে চরগোপালগাঁ গ্রামে ছাত্রলীগ নেতা সোহাগ খন্দকার কে চুরিকাগাতে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসী আলাউদ্দিন।সোহাগ বর্তমানা চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।ওই ঘটনায় সোহাগের ভাই বাদী হয়ে সন্ত্রাসী আলাউদ্দিন কে আসামী করে মামলা দায়ের করে।
