
নিজস্ব প্রতিবেদক, ২৯ নভেম্বর ১৬।।০৪:২৫:৩২
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিনের সভাপতিত্বে পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা হোসেন ,চরমজলিশ পুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নূরনবী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান , সাপ্তাহিক বৈকালির নির্বাহী সম্পাদক ও সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ হোসেন মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার শরিয়ত উল্লাহ প্রমুখ।
