
আবুল হোসেন রিপন,১৮ নভেম্বর ১৬।।১২:১০:২৫
বিয়ের সানাই বাজছে সন্ধ্যা থেকে।বিয়ে বাড়ীতে প্রতিবেশী,আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব হৈ হুল্লোড আনন্দ করছে।প্রবাসী বর পাওয়ায় কনের পিতা বয়ষ গোপন করেই মেয়ের বিয়ের আয়োজন করেছে।গ্রামের চিরাচরিত নিয়মে সবাই মেনে নিলেও মেনে নেয়নি সচেতন কয়েকজন মানুষ।
কারন তারা জেনেছে কনের বিবাহের বয়ষ হয়নি।বৃহস্পতিবার রাতে এমনি এক বাল্য বিবাহের আয়োজন চলছিলো সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিয়া গ্রামে। কনে জমাদার বাজার সংলগ্ন হানিফের বাড়ীর কামাল হোসেনের কন্যা মনি মুক্তা (১৫) কেরামতিয়া মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী।
বাল্য বিবাহের খবর পৌঁছে যায় মডেল থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।তডিৎ গতিতে ওসি হুমায়ুন কবির মডেল থানার সেকেন্ড অফিসার ডালিম মজুমদারকে ঘটনাস্থলে প্রেরন করে।এসআই ডালিম মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে কনের বাড়ীতে হাজির হন।
বাল্য বিবাহের সত্যতা পেয়ে তিনি নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমার সাথে যোগাযোগ করে কনের পিতা ও মাতার কাছ থেকে ১৮ বছর পূর্ন হওয়ার পূর্বে বিবাহ দিবেনা মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন।
