সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী। ২১/১১/১৬
ফেনীর সোনাগাজী উপজেলার পুর মির্জাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) অাবুল কালাম অাজাদ ও তার স্ত্রী হাজেরা মুক্তার ক্রয়কৃত ও পৈত্রিক ২৬ শতক জমি, স্থানীয় ভুমিদস্যু খুরশিদ অালমের নেতৃত্বে প্রভাবশালীরা জবর দখল করার খবর পাওয়া গেছে।
দখলের পর অসহায় মুক্তিযোদ্ধা স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
এ ঘটনায় ফেনী বিজ্ঞ অাদালতে একটি নালীশি মামলা দায়ের করলে উপজেলা সহকারী ভুমি কমিশনার তদন্ত পুর্বক অাদালতে প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনে জানা যায়, ওই ২৬ শতক জমি কিছু দিন পুর্বেও মুক্তিযোদ্ধা অাবুল কালাম অাজাদের দখলে ছিল।
পরবর্তিতে তথা কথিত সালিশের মাধ্যমে ভুমি দস্যুরা দখল করে নেয়।
উপায় না পেয়ে চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এবং একই চিঠির অনুলিপি বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক বরাবরে প্রেরন করেন।
আইজিপির দপ্তর থেকে জেলা পুলিশ সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার সহকারী পুলিশ সুপার ফেনী (সার্কেল) এর কার্যালয়ে শুনানীর তারিখ ধার্য্য রয়েছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা অাবুল কালাম অাজাদ জানান, স্থানীয় ভুমিদস্যু খুরশিদ গং ও প্রভাবশালী মহলের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। সারা জীবনের উপার্জীত অর্থে ক্রয়কৃত ভুমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মুক্তিযোদ্ধার ভুমি দখলের অভিযোগ অস্বীকার করে খুরশিদ অালম বলেন, তিনি উক্ত জমি পুর্বের মালিক থেকে ক্রয় করেছেন। তবে তিনি কোন দলিল দেখাতে পারেননি।
