সোনাগাজী প্রতিনিধি :প্রকাশ- ১৯ নভেম্বর১৬। শনিবার।
শনিবার বিকেল ৬ ঘটিকার সময় উপজেলার তাকিয়া বাজার নামক স্থানে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে সজিব সহ তিন জন আহত হয় ।
জানাযায়, ওই সময় সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম শিপন পাইক পাড়া সজীবের দোকানে দলীয় নেতা কর্মী নিয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ কে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলো। এসময় ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সমর্থীত যুবলীগ কর্মী কালা মানিক এর নেতৃত্বে এক দল অস্ত্রধারী যুবলীগ কর্মী তাদের উপর ঝাপিয়ে পড়ে।তারা চা দোকানে ভাংচুর সহ পুরো এলাকায় ব্যাপক বোমা বিস্ফোরণ ঘটায়।
এই ব্যাপারে সোনাগজী মডেল থানার ওসি জানায়, খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই ডালিম মজুমদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
