Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে যুবলীগ নেতা বেলাল বাহীনির অাবারো তান্ডব।

 

সোনাগাজী প্রতিনিধি :প্রকাশ- ২৭ নভেম্বর১৬।

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তার মুন্সী বাজার সংলগ্ন কুরী বাড়ীর সন্তোষের দুটি পুকুরের মাছ লুট করেছে এলাকার যুবলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসী ও সাজা প্রাপ্ত আসামী বেলাল। বেলাল মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খুরশিদ আলমের ভাই। ভুক্তভোগী সন্তোষ জানান, আমাদের বাড়ীর সম্পত্তির উপর দীর্ঘদিনের নজর এলাকার চিহ্নিত সস্ত্রাসীদের। বাড়ীর বিভিন্ন জিনিস পত্র মাঝে মধ্যে মাছের মত লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। প্রতিবাদ করলে প্রাননাশের হুমকি সহ নানান নির্যাতনের স্বীকার হতে হয়। শনিবার(২৬নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্তোষের মালিকানাধীন দুটি পুকুরে সেচ দিয়ে মাছ লুট করে নিয়ে যায় বেলাল বাহিনী। এদিকে বেপরোয়া বেলাল বাহিনীর বিরুদ্ধে অহরহ অভিযোগ তুলেন স্থানীয় ভুক্তভোগী সাধারন জনগন। বক্তারমুন্সী বাজারের চা দোকানী মাহবুল হক বলেন, গত ১২নভেম্বর শনিবার রাতে বেলাল আমার দোকানে এসে আমাকে মটর বাইক এ তুলে নিয়ে যেতে চায়। আমি মটর বাইকে উঠতে অনীহা করলে মারধর করে, একপর্যায় কথা কাটা কাটির পর পাশের চর্মকার বাড়ীতে আমাকে জোর করে নিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করায়।একই কায়দায় বাজারের আরেক ষ্টেশনারী ব্যাবসয়ী রুবেল কে চড় – থাপ্পড় দিয়ে জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে যায়।পাঁচলক্ষ টাকা চাঁদার দাবীতে আমির হোসেন খন্দকার মার্কেটে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বেলালের বিরুদ্ধে। সাবেক ইউপি চেয়ারম্যান মিনারের ভাই শহীদুল ইসলাম বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তির উপর নির্মিত মার্কেটের দশটি দোকানের ভাড়া বেলালকে দেয়ার জন্য স্থানীয় দোকানদারকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে বেলাল বাহিনী। নজরুল ইসলামের ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে ৮হাজার আদায় করে । আজাদ ষ্টোরের মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা চেয়ে আদায় করতে না পেরে বাজারে প্রকাশ্যে দিবালোকে মেরে রক্তাক্ত করে। পোল্ট্রি ব্যাবসয়ী নুর আলমের কাছ থেকে দাবীকৃত চাঁদা না পেয়ে হুমকি ধমকি অব্যাহত আছে। আকিলপুরের মৎস্য চাষী ইকবালের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। একই ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা নাছির উদ্দিন মিন্টুর বাড়ীটি দখল করে রেখেছে। সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এনামুল হকের পুকুরের মাছ দপায় দপায় লুট করেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করে। বক্তারমুন্সী বাজারের ইসলামীয়া ক্রোকারীজ দোকানের মালিকের কাছ থেকে ৫০হাজার টাকা চাঁদা আদায় করে। জাকির এন্টার প্রাইজের বাসা-বাড়ী তিন বছর ধরে জবর দখল করে রেখেছে। রামচন্দ্রপুর গ্রামের আলকালীয়া পুকুর জোর দখল করে মাছ চাষ করছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করে। আরেক ভুক্তভোগী শাহাজানের মাছের ঘের থেকে ২০লক্ষ টাকার মাছ লুট করে। বাকীতে কাজ না করায় কাঠ মেস্ত্রী জসিমকে মেরে রক্তাক্তকরে রাস্তায় ফেলে চলে যায়। বক্তারমুন্সী বাজার ব্যাবসায়ী সমিতিরি সভাপতি প্রতিমাসে এক বস্তা চাউল উৎকোচ দিয়েই ব্যবসা করতে হচ্ছে ও সাধারণ সম্পাদক আলম চাঁদা না দেয়াতে বিভিন্নভাবে নির্যাতনের স্বীকার হচ্ছেন।অপরদিকে দাবীকৃত চাঁদা না দেয়াতে তৈয়ব খোন্দকারকে প্রতিনিয়ত মোবাইলে হত্যার হুমকী দিচ্ছে বলে জানা গেছে।এসকল বিষয়ে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।২৭ নভেম্বর রবিবার বেলাল বাহিনীর চাঁদার দাবীতে  মঙ্গলকান্দী ইউনিয়ন এর তাজুল হক মেম্বার বাড়ীর নুরুল হকের ঘরে ব্যাপক  ভাংচুর ও লুটপাট করে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *