Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে সিএনজি দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

 

 

img_20161101_141539

০১ নবেম্বর,১৬

আবুল হোসেন রিপন:- সোনাগাজীতে সিএনজি দুর্ঘটনায় নোবেল খান জয়(১৩) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে।মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার সকালে চরছান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার সংলগ্ন স্থানে ঘটে।নিহত নোবেল দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।ঘটনার বিষয়ে ছাত্রলীগ নেতা ফারুক হোসেন রাসু জানান,চরদরবেশ ইউনিয়নের বাসিন্দা আবিধাবী প্রবাসী আওয়ামীলীগ নেতা তালেব হোসেনের ছেলে নোবেল খান জয় মঙ্গলবার সকালে জমাদার বাজার থেকে সিএনজি যোগে সোনাগাজী যাচ্চিলো।পথিমধ্যে সিএনজিটি জমাদার বাজার সংলগ্ন আব্দুস সাত্তার মুক্তারের বাড়ীর সামনে পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে।এসময় সিএনজি যাত্রী নোবেল গুরতর আহত হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সোনাগাজী হাসপাতালে ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

fb_img_1477989806807

1 Comment

  • sha jalal

    ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আমি শোকাহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *